মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ও দু'জন আহত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়া একটি সাততলা নির্মাণাধীন ভবনে ৬ জন শ্রমিক লিফট ঘরে ঢালাইয়ের কাজ করছিল।হঠাৎ বাশের ভারা ভেঙ্গে নির্মাণ শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কুরবান আলীর ছেলে ইয়াছিন আলী(৪০),নওগাঁ সদর উপজেলার পানিহারা গ্রামের রবি দাসের ছেলে উত্তম কুমার (৩৫) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমুরদিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশিক পড়ে যায়।পরে তাদেরকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার ইয়াসিনকে মৃত ঘোষনা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবাইদা জামান (জয়া) জানান, ইয়াসিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। উত্তম কুমার ও আশিককে প্রাথমিক চিকিৎসা শেষে উত্তম কুমারকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.