মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রায় দিশেহারা নিন্ম আয়ের দিন মজুরেরা।কনকনে ঠান্ডায় এ জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শুক্রবার চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। শুক্রবার এ জেলা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা কমে যাওয়ায় যানবাহন চলাচলের ক্ষেত্রে সর্তকতা অবলম্বনের তাগিদ দিয়েছে।জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এ সময় দৃষ্টি সীমা ছিল ৯০০ মিটার। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। দৃষ্টি সীমা ছিল ৫০০ মিটার। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।ঠান্ডার কারণে জেলায় সারাদিনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.