(গাইবান্ধা) প্রতিনিধিঃ
২৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারভুক্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কর্মরত এসিল্যান্ড অবিদিয় মার্ডির হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার গোবিন্দগঞ্জের কাটা মোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শহীদ অবিদিয় মার্ডি পরিষদ, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটি ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদ এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
ফাদার স্যামসন মারান্ডীর সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ফিলিমন বাসকে, ফা. মাইকেল,ফা দিব্যান, প্রিশিলা মুরমু, বার্ণাবাস টুটু, সুফল হেমরম, আনিসুর রহমান মঈনুল, রেজাউল করিম প্রমুখ। আলোচনা পূর্বে এক বিক্ষোভ মিছিল কাটা মোড় এলাকা প্রদক্ষিণ করে। পরে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারভুক্ত অবিদিয় মার্ডির হত্যার বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত ২০১৪ সালের ১১ই জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভ‚মি) অবিদিয় মার্ডি কর্মস্থলে আসার পথে কাটা এলাকায় গুরুতর আহত ও সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.