অনলাইন ডেস্ক
নির্বাচনী সরঞ্জাম দিয়ে ফেরার পথে চট্টগ্রামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে ভোটের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় চান্দগাঁও থানার বিসিক শিল্প এলাকার চর রাঙ্গামাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
খোঁজ জানা গেছে, চট্টগ্রাম-৮ আসনের ভোটকেন্দ্র ইউসুফ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুলের কাছে চালক ভোটের সরঞ্জাম রেখে রাস্তার কাছে বাস দাঁড় করানোয় দুর্বৃত্তরা হঠাৎ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় বাসের হেলপার বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন টের পেয়ে তিনি বাস থেকে লাফ দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়।
কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, নির্বাচনী কাজে ব্যবহারের জন্য পুলিশের রিক্যুইজিশন করা একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যায় ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে চট্টগ্রামে বাসে আগুন
হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত জানিয়েছেন, বাসটি নির্বাচনী সরঞ্জাম দিয়ে ফিরছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.