আজকের ক্রাইম ডেক্স ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দিনের হরতাল সফল করার লক্ষ্যে বরিশালে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর হাসপাতাল রোড ও বরিশাল-ঝালকাঠি সড়কে তারা এ মিছিল বের করেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দিনের হরতাল সফল করার লক্ষ্যে মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে বিক্ষোভ করে।
মিছিল থেকে তারা ৭ জানুয়ারি ভোট বর্জন, ভোটগ্রহণে কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারের সব ধরনের ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিলসহ প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকে লেনদেন বর্জন, মিথ্যা ও রাজনৈতিক মামলার আসামিরা আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.