২২ জানুয়ারী ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন, ২১শে রজব, ১৪৪৬ হিজরি, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
বরিশাল রুপাতলিস্থ পুলিশ লাইন্স মাঠে বিএমপি’র বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় গতকাল সন্ধার পরে। ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়।এ সময় বিএমপি কমিশনার মহোদয়ের নেতৃত্বে সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অফিসার-ফোর্স অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরির ফাইনাল ম্যাচ উপভোগ করেন।
অতঃপর মাননীয় পুলিশ কমিশনার মহোদয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে শিরোপা তুলে দিয়ে বিজয়ী ও বিজিত দলকে শুভেচ্ছা জানিয়ে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান
করে বলেন, খেলাধুলা ও শরীরচর্চার যে উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তা হলো শরীর গঠনের মধ্য দিয়ে মন মানসিকতাকে সুস্থ ও সুন্দর রেখে ভাতৃত্ববোধ ও ঐক্য সংঘটিত করা। সহমর্মিতা, ধৈর্য ও কর্মস্পৃহা বৃদ্ধি করা।খেলাধুলার এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নির্দেশ প্রদান করেন। এ ধরনের একটি প্রাণবন্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের জন্য এ সময় খেলোয়াড়দের পক্ষ থেকে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য যে এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব হাসান মোঃ শওকত আলী,উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত)জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মােঃ ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মােঃ আব্দুল ওয়ারেস, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার জনাব প্রণয় রায়সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সকল টিমের খেলোয়াড় ও আগত উল্লেখযোগ্য দর্শকবৃন্দ