মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনায় বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের চাপে ১ ব্যাক্তি আত্নহত্যা করেছে।
শনিবার সকাল সাড়ে ৯ টায় দর্শনার রামনগর গ্রামের ফকির চাদের ছেলে মহিদুল(৫০)র মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার রাত সে ঘাস মারার বিষ পান করে।
পারিবারিক সূত্রে জানা যায়, মহিদুল বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে পরিশোধ করে ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। এনজিও কর্মীরা প্রতিদিন তাগাদা ও অকথ্য ভাষায় কথা শোনানোর ফলে লজ্জা-ঘৃণায় শুক্রবার রাতে ঘাস মারার বিষ পান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে রাতে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.