মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরের উথলী গ্রামের সৌদি প্রবাসী রিপন আলী প্রেমিকাকে ভিডিও কলের লাইভে রেখে আত্মহত্যা করেছে।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হকের ছেলে রিপন আলী(২৬) মোবাইলে লাইভে এক মেয়ের সঙ্গে ঝগড়া ও বাগ্বিতণ্ডা করার একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রিপনের পিতা আসাদুল হক জানায়, চার বছর আগে রিপন সৌদি আরবে যায়। আগের দিন ছেলে আমার জন্য মোটরসাইকেল কেনার জন্য টাকা পাঠাবে বলেছিল।শুক্রবার রাতে
আমার ছেলের সাথে সৌদিতে থাকা তার বন্ধু কামাল হেসেন আমার মোবাইলে রিপনের মৃত্যুর সংবাদ জানান। রিপন কেন আত্মহত্যা করলো জানতে চাইলে সে আমাকে বলে রিপন মোবাইল ফোনে কথা বলার সময় এক মেয়ের সঙ্গে ঝগড়া ও বাগ্বিতণ্ডা হয় একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের একটি মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলত। কিছুদিন ধরে নাকি ওই মেয়ের সাথে মনমালিন্য চলছিলো। উল্লেখ্য শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের আল কাসিম ব্রদা এলাকায় কৃষি খামারে কাজ করা অবস্থায় হঠাৎ অসুস্থতার কথা বলে রুমে চলে যায়।বন্ধুরা কাজ শেষে রুমে গিয়ে রিপনের ঝুলন্ত লাশ দেখে ও লাশের পাশে থাকা মোবাইল ফোনে একটি মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার প্রমাণ পায়। এরপর পরই তারা পরেফোনের মাধ্যমে রিপনের মৃত্যুর খবর দেয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.