মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে ভারতে পাচার কালে বিজিবি ২৩টি স্বর্ণের বারসহ দূ'জনকে আটক করেছে।
মঙ্গলবার বিকেল ৪টায় ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা সাংবাদিকদের জানায় ,ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ২ টার দিকে উথলী এলাকায় বিজিবি অভিযান চালায়। এ সময় দু’জন সন্দেহভাজন ব্যক্তি ইজিবাইক যোগে উথলী থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মুনসুর বিশ্বাসের ছেলে পিন্টু বিশ্বাস (৫০) ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আসাদুল হকের ছেলে সিয়াস হোসেন (২১)।এসময় ইজিবাইকটি তল্লাশি করে ২৩টি স্বর্ণের পাঁচ কেজি ১৯৭ দশমিক ৯৭ গ্রাম ফ্লাটবার উদ্ধার করা হয়।যার মূল্য ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৫২০ টাকা।
মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা সাংবাদিকদের বলেন, স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার করা হচ্ছিল। আটকদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে।পরে স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.