মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিকসহ নেতাকর্মীদের নামে মামলা ও গ্ৰেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।
সোমবার বেলা ১২ টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি। এ সময় তিনি বলেন, ওই দিনের প্রকৃত ঘটনা আড়াল এবং অতিরঞ্জিত করে একটি চিহ্নিত মহল নৌকার প্রার্থীকে বিপদে ফেলাসহ দলীয় প্রতীক নৌকাকে হারানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এসময় প্রকৃত তথ্য তুলে আনার জন্য উপস্থিত সংবাদকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ- সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, সাবেক সহ-সভাপতি মুন্সী আলমগীর হান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুহা.শামসুজ্জোহা , জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আজিজুর রহমান, জেলা রেডক্রিসেন্টের সেক্রেটারী শহিদুল হক শাহান প্রমুখ।উল্লেখ্য গত শনিবার চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্ৰামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালাসহ তার সমর্থক নেতাকর্মীদেরকে বাধা প্রদান ও অপহরণের চেষ্টা এবং তাদের লাঞ্চিত করার ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে চুয়াডাঙ্গা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর.এম. ফয়জুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরাসহ জেলা পুলিশ ও স্থানীয় ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের সমর্থক ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিকসহ তার সঙ্গে থাকা ৫ জনকে আটক করে ও ৫ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মালেক। এই মামলা ও নৌকা প্রতীকের সমর্থক নেতাকর্মীদের আটকের প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.