ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক (সাবেক জেলা ছাত্রদলের সিন: যুগ্ম আহবায়ক) এনামুল হক সাজু এবং ঝালকাঠী পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর নাসির হোসেনকে ২৩ ডিসেম্বর পুলিশ গ্রেফতার করায় ঝালকাঠি জেলা বিএনপি'র আহবায়ক এ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন স্বাক্ষরিত প্রতিবাদ বার্তায় জানানো হয় জেলা বিএনপি'র আহবায়ক এবং সদস্য সচিব সহ বিএনপি নেতৃবৃন্দ এ গ্রেফতারকে অবৈধ আক্ষায়িত করে সরকারের আজ্ঞা বাহ নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটা তামশা ও ভাগাভাগির ডামি নির্বাচন চলছে।
জনগণ ঘৃণাভরে প্রহসনের নির্বাচন প্রত্যাক্ষান করেছে। গণতান্ত্রিক অধিকার আদায়ের পক্ষে কথা বলায় বিরোধী মতের কন্ঠ রুদ্ধ করতে অবৈধ গ্রেফতার চলছে এবং তারই ধারাবাহিকতায় তাদেরকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেন । জেলা বিএনপি নেতৃবৃন্দ অবৈধ গ্রেফতার বন্ধ করে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অহেতুক বল প্রয়োগ এবং প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান এবং গ্রেফতারকৃত এনামুল হক সাজু ও মীর নাছিরের শর্তহীন মুক্তি দাবীর বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.