শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইকের চালক এফাজ উদ্দিন (৬৫) নিহত হয়েছেন। এঘটনায় নিহতের স্ত্রী ও অপর মোটরসাইকেলের চালক এবং আরোহী গুরুত্বর আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুই জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক জন চিকিৎসাধীন রয়েছে।
নিহত এফাজ উদ্দিন কাটলা ময়ামারি গ্রামের বয়েন উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার পাঠনচড়া বাজার সংলগ্ন সুইচ গেট এলাকায় আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত এফাজ উদ্দিন তার স্ত্রী সহকারী শিক্ষিকা ফেরদৌসী বেগমকে ভাইগড় নিশিবাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। এসময় পাঠনচড়া বাজার সংলগ্ন সুইচ গেট আঞ্চলিক সড়কে অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় এফাজ উদ্দিন মারা যায়।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিরুল ইসলাম এফাজ উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নিহতের স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.