মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে নৌকার নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে দূর্বৃত্তের হামলায় জখম হয়েছেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান।
সোমবার রাত সাড়ে ১০ টায় দিকে উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান উথলী বাসষ্টান্ড মোড়ে এলাকাবাসীর সাথে নৌকার প্রার্থী হাজী মোঃ আলী আজগার টগর এমপির নির্বাচনী প্রচারণা শেষে সন্তোসপুর গ্রামে তার নিজ বাড়ির সামনে পৌছালে পিছন দিক থেকে হেলমেট পরিহিত মুখোশধারী ২ ব্যাক্তি মোটরসাইকেল থামিয়ে হকিস্টিক দিয়ে হাতে ও পায়ে আঘাত করতে থাকে।এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জীবননগর থানা স্বাস্থ কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায়।রাতেই চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ফিরে আসে।এদিকে ঘটনার খবর শুনে রাতে তার বাড়িতে দেখা করেন নৌকার প্রার্থী হাজী মোঃ আলী আজগার টগর এমপি,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান,উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ ও আঃ মান্নান পিল্টু। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এসএম জাবীদ হাসান বলেন,হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯/১২/২৩
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.