ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন।বৃহস্পতিবার সকাল ১০ টায় ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন বধ্যভূমিতে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রথমে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এরপরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ,জেলা মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, সহ বিভিন্ন সরকারি বে সরকারি সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাহ্ গুল নিঝুম জেলা প্রশাসক ঝালকাঠি ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঝালকাঠি।
অনুষ্ঠানে পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা, বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা, সাংবাদিকসহ নানান শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানী হানাদার বাহিনী ভয়ংকর নীলনকশার মাধ্যমে নির্মমভাবে হত্যা করেছিল দেশের শ্রেষ্ঠ সন্তানদের। তারা শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণের পাশাপাশি সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষভাগে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.