ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরের আমতলা রোডের রাতুল প্লাজার সারা টেলিকম এর মালিক মোঃ নাইমুল হক সজিব বলেন রবিবার সকাল ১০ টায় আমি প্রতিদিনের ন্যায় দোকান খুলিয়া দোকানে প্রবেশ করামাত্র আমার সাথে সাথে পাঞ্জাবী-টুপি পরিহিত অজ্ঞাতনামা একজন ব্যক্তি আমতলা রোডস্থ রাতুল প্লাজায় সারা টেলিকম নামীয় মোবাইলের দোকানে প্রবেশ করিয়া আমার সাথে হ্যান্ডসেক করিয়া আমাকে বলে যে, তাই দোকান খুলে আগে আল্লাহ রাসুলের নাম নিয়ে শুরু করে করতে হয়, এই বলিয়া দোয়া পড়ে মোনাজাত শুরু করে। আমিও অজ্ঞাতনামা ব্যক্তির সাথে সাথে মোনাজাতে অংশগ্রহন করি এবং আমার দুই হাত নাকের কাছে নেওয়ার পর আস্তে আস্তে অজ্ঞান হইয়া ফ্লোরে শুয়ে পড়ি। তখন অজ্ঞাতনামা ব্যক্তি আমাকে বলে ব্যাংক যে টাকা উত্তোলন করেছো সে টাকা কোথায়।
আমার দোকান থেকে (১) বাটন মোবাইল ৬০টি, মূল্য অনুমান ১,০০,০০০/- টাকা, (২) টাচ মোবাইল ১২ টি, মূল্য অনুমান ১,০০,০০০/- টাকা, (৩) এক্সেসরিস মালামাল ২০,০০০/- টাকার, সর্বমোট ২,২০,০০০/- টাকার মোবাইল ও এক্সেসরিস মালামাল নিয়ে পালিয়ে যায় ।চুরির বিষয়ে ঝালকাঠি সদর থানায় অভিযোগ দাখিল করেছি।
এ বিষয়ে ডিউটি অফিসার সদর থানার এসআই শফিকুল রহমান বলেন চুরির বিষয় থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছে তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.