বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার কলেজ গেটস্থ ডি বারগ্রিল রেস্টুরেন্টে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ মনোয়ার হোসেন এর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী পৌর মেয়র মোঃ শফিউজ্জামান রুবেল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল চিশতি, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক উপাধাক্ষ মোঃ শাহে আলম, মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউল আহসান খান শিপু।
এছাড়াও বর্ধিত সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বাবুগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মোঃ সেরাজুল হক, বাবুগঞ্জ উপজেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোঃ সোহাইল এন আলী খান, কেদারপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান হোসেন, বাবুগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল পারভেজ প্রমূখ।
বর্ধিত সভায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের চাঁদপাশা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বাবুগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভা শেষে সংগঠনকে প্রানবন্ত ও শক্তিশালী করার লক্ষ্যে জেলা কমিটির নির্দেশ মোতাবেক এবং উপজেলা কমিটির প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল চিশতি ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ কে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য পদে এবং চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ মাসুম বিল্লাহ ও একই ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোঃ রেজাউল করিম কে উপজেলা কমিটির নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.