শহীদুল ইসলাম শহীদ, (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে পাটকাঠি ভর্তি ট্রাকে আগুন লেগে কয়েক লক্ষ টাকার পাটকাঠি পুরে ছাই হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত্রী সাড়ে ১২ টায় উপজেলার হরিপুর ব্রিজ পয়েন্ট থেকে বাঁধের রাস্তা দিয়ে সুন্দরগঞ্জ গামী পাটকাঠি ভর্তি একটি ঢাকা মেট্রো-ট ২২-৪৪-১৬ নাম্বারের গাড়ীটি ট্রাক পূর্ব শান্তিরাম নামক স্থানে বিদ্যুতের টানা মেইন তারের সাথে লেগে পাটকাঠি ভর্তি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ তিনবার বিকট শব্দ পাই। ছুটে এসে দেখি বিদ্যুতের খুটিতে আগুন ও ট্রাকে উপরে আগুন জলছে। ড্রাইভার মিজান মিয়া ট্রাক বন্ধ করেন স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পাটকাঠির আগুন নিয়ন্ত্রণ করেন। এসময় ফায়ার সার্ভিস ইনচার্জ গোলজার হোসেন জানান, প্রাথমিক ধারনা করা যাচ্ছে বিদ্যুতের খুটি নিচু এবং বাঁধের রাস্তা উচু হওযায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এমন টায় ধারণা।
ট্রাকে আগুনের খবর পেয়ে ঘটনা স্থানে ছুটে আসেন থানা পুলিশ। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাস্তার উপরে টানা বৈদ্যুতিক তারে সাথে লেগে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। সেই আগুনের সিটা ট্রাকে থাকা পাটখড়ির উপর পরে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.