মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদা কুড়ুলগাছির সড়ক পার হতে যেয়ে আলমসাধুর ঢাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১ টায় দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির ক্যাশিয়ার মোঃ ঝলকের এক মাত্র শিশু কন্যা ঝড়া (৪) কে সাথে নিয়ে একই পাড়ার পশু চিকিৎসক সাইদ মোল্লা কুড়ুলগাছি পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে রাস্তা পার করে বাড়ি পাঠাতে যায়।এসময় কার্পাসডাঙ্গা থেকে কুড়ুলগাছি অভিমুখে আসা একটি আলমাসাধু নিয়ন্ত্রন হারিয়ে ঝরাকে ধাক্কা মারে।এতে ঝরা গুরুত্বর আহত হয়।স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে নেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে ঝরার মৃত্যু হয়।ঝরার মৃত্যুর খবরে এলাকা ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.