আজকের ক্রাইম ডেক্স ॥ এখন থেকে হাবিব ভাইরে কালেকশন দিবেন সবাই, বাজার কিন্তু হাবিব ভাই পাইছে, শুক্রবার বরিশাল নগরীর পোর্ট রোড বাজারের ব্যবসায়ীদের কাছে গিয়ে গিয়ে এভাবেই শাসাতে দেখা যায় সদ্য ইজারাদার দাবীকৃত পোর্টরোড মৎস ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি খান হাবিবেব লোকদের।
জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা হাটবাজার ও ২টি বাস টার্মিনালের ইজারা বাতিল করেছে নগর ভবন। সোমবার এক চিঠির মাধ্যমে ইজারা বাতিলের ওই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।
আর এই সিদ্ধান্তের পর শুক্রবার থেকেই বরিশালের বৃহত এই বাজারটির ব্যবসায়ীদের কাছে গিয়ে অর্থ উত্তোলনের জন্য নেমে পরেন খান হাবিবের লোকজন। এমনকি বিআইউব্লিউটি-এর থেকে ইজারা নেয়া বাজারের অন্য অংশেও টাকা তোলার জন্য চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইজারাদাররা। কোনো রকম কারণ দর্শানোর নোটিশ না দিয়ে সিটি কর্পোরেশন ইজারা বাতিল করায় ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও জানান তারা।
বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসহ আরও ৫টি হাটবাজারের ইজারাদার এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের বাণিজ্যবিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, ৫টি হাটবাজার ও টার্মিনাল ইজারা বাবদ সিটি করপোরেশনের কোষাগারে ৩০ লাখ টাকা দেওয়া আছে। নিয়ম অনুসারে আগামী ৩০ চৈত্র মাসে আমার এই ইজারার মেয়াদ শেষ হবে। এছাড়া আমার ভুল হলে তারা শোকজ দিতে পারে; কিন্তু তা না করে আমার ইজারা বাতিল করা হয়েছে। আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব।
এদিকে সিটি কর্পোরেশনের অর্ডারে অর্থ উত্তোলন শুরু করেছেন জানিয়ে আলোচিত মৎস্য শ্রমিক খান হাবিব বলেন, সিটি কর্পোরেশন থেকে আমাকে ইজারাদার হিসেবে টাকা কালেকশন করতে বলেছে তাই আমি টাকা কালেকশন করতেছি।
অন্যদিকে বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, সম্প্রতি ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করা হয়েছে। সেখানে প্রাথমিকভাবে জোর করে অতিরিক্ত হারে ইজারা আদায় ও শর্ত ভঙ্গ করায় পূর্ববর্তী ইজারা বাতিল করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.