শহীদুল ইসলাম শহীদ,(গাইবান্ধা) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ সুুন্দরগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী আফরুজা বারীর বিরুদ্ধে লড়বেন তারই বড় মেয়ে আব্দুল্লাহেল নাহিদ নিগার। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মায়ের বিপক্ষে ভোটের মাঠে নামার ঘোষণা দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। এছাড়াও আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জাপার প্রার্থীসহ আরও ১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। সুুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ সুুন্দরগঞ্জ আসনে আওয়ামীলীগ-জাপাসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন জমা নিয়েছেন। জাতীয় পার্টির মনোনীত নাঙ্গল মার্কার প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকা মার্কার প্রার্থী আফরুজা বারীর বড় মেয়ে আব্দুল্লাহেল নাহিদ নিগার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। তবে এটি রাজনৈতিক কৌশল হিসেবে ড্যামি প্রার্থী হয়েছেন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। মনোনয়ন জমা দেয়ার পরও প্রার্থীতা প্রত্যাহারের সময় থাকায় এ ঘটনাকে স্বাভাবিক মনে করছেন তাঁরা। অপর দিকে, তৃণমুল বিএনপি থেকে তাজুল ইসলাম ও তাঁর ভাই গণফ্রন্টের প্রার্থী শরিফুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও এই আসন থেকে মনোনয়ন জমা দেন-বাংলাদেশ কল্যাণ পার্টির মোছাঃ আইরিন আক্তার, জাকের পার্টি'র মোঃ মোশাররফ হোসেন, জাসদের মোঃ গোলাম আহসান হাবীব মাসুদ, বিএনএফ মোঃ ওমর ফারুক সিজার, কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ খেলাফত আন্দোলন মোঃ হাফিজার রহমান সরদার, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট খন্দকার রবিউল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস মোঃ ফখরুল হাসান, স্বতন্ত্র মোঃ মোস্তফা মহসিন, এবিএম মিজানুর রহমান, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আজাহার আলী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.