ঝালকাঠি প্রতিনিধি :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২(ঝালকাঠি সদর-নলছিটি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র দলের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মন্নান রসূল উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে আমির হোসেন আমু বলেন, আমরাও চাই দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণ যাতে সতস্ফুর্ত ভাবে যার যার ভোট যাকে খুশি তাকে দিবে এটাই আমরা চাই।
পরে জাকের পার্টির মনোনীত প্রার্থী জেলা শাখার সভাপতি ফারুক আহম্মেদ রির্টানিং কর্মকর্তা কাছে তার দলীয় মনোনয়নপত্র জমা দেন।
পরে জাকের পার্টির মনোনীত প্রার্থী ফারুক আহম্মেদ (জাকের পার্টি) , নাসির উদ্দিন (জাতীয় পার্টি),
মো. ফোরকান (এনপিপি) রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় মনোনয়ন পত্র জমা দেন।
অন্য দিকে ঝালকাঠি ১ আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন ।
প্রার্থীরা হলো আওয়ামী লীগের মনোনীত বজলুল হক হারুন( নৌকা),মামুন সিকদার সাংস্কৃতিক মুক্তিজোট (ছুড়ি),জসিম উদ্দিন তালুকদার (তৃণমূল),
আবু বকর সিদ্দিক (জাকেরপার্টি),মোঃ মনিরুজ্জামান,মোঃনুরুল আলম,মোঃ ইসমাইল,মোঃ এজাজুল হক (জাপা)বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম,মুজিবুর রহমান ও আবুল কাশেম ফখরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.