শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ' এ শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলিতে সরকারিভাবে খাদ্য গুদামে আমন ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের আয়োজনে হিলি খাদ্য গুদামে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে হিলির ছোট ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক বাবুল হোসেনের ১ টন আমন ধান ক্রয়ের মাধ্যমে ধান ক্রয় উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন, সহকারী কৃষি কর্মকর্তা মেজবাহুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা খলিলুর রহমান, চাল ব্যবসায়ী গনেশ বাবু, ডিলার বাবুল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
খাদ্য গুদাম কর্মকর্তা খলিলুর রহমান জানান, এবার আমন মৌসুমে ৩৫৪ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ হয়েছে ৩০ টাকা। প্রতি কৃষক ১ টন করে ধান খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন।
অপর দিকে ৪৪ টাকা কেজি ১০৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.