শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ" এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি ভাবে চলতি মৌসুমের আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ২০২৩-২৪ বছরের আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন, বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, মুরাদ হোসেন।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র আবুল কালাম আজাদ বকুল, চরকাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার, সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম, মোস্তফা অটো রাইচ মিলের স্বত্বাধিকারী মোঃ মোস্তফা, জিএম হাসকিং মিলের স্বত্বাধিকারী আবু আসলাম বাবু, মিলার রবিউল ইসলাম, আঃ ওয়াহেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
চলতি ২০২৩-২৪ অর্থবছরে সরকারের বেঁধেদেয়া ৩০টাকা কেজি দরে ৬৪২ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ১হাজার ৭৪৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে চরকাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.