মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির বয়লারে স্লো- ফায়ারিং'র মাধ্যমে ২৩/২৪ সালের আখ মাড়াই মৌসুম শুরুর প্রথম ধাপ উদ্বোধন হয়েছে। শুক্রবার দুপুরে ঐতিহ্যবাহী কেরু এ্যান্ড কোম্পানির চিনিকল সেক্টরের বয়লারের প্রবেশদ্বারে আগুন জ্বালিয়ে শ্লো ফায়ারিং এর মাধ্যমে ২৩/২৪ মাড়াই মৌসুমের প্রাথমিক শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন। এসময় প্রতিটি বিভাগের মহাব্যবস্থাপক, অফিসারবৃন্দসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম মোঃ শামসুজ্জোহা। উল্লেখ্য আগামী ১৫ই ডিসেম্বর শুক্রবার আনুষ্ঠানিক ভাবে মিলের আখ মাড়াই উদ্বোধন হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.