তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গবরা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটি ডাঙ্গাপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে আজিম উদ্দিন (২৫) বলে জানা গেছে। তবে ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক আজিম উদ্দিন গত ৫/৬ দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে ডাঙ্গাপাড়া এলাকার গবরারপাড় এলাকায় এক ব্যক্তি ক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয়দের জানালে স্থানীয়রা থানা পুলিশে খবর দেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হতে ওই যুবকের হা-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে সুরতহাল নির্নয় করেন। পরে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে যুবককে হত্যা করে এ স্থানে ফেলে যায়।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, জুম'আ নামাজের পর স্থানীয়দের দেয়া খবরে গবরা পাড় বাধ এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল নির্ণয় করা হয়েছে। পরে তাকে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পুলিশ রহস্য উদঘাটনের কাজ শুরু করেছেন বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.