মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার হাতকাটা মোড়ে দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় ভুসিমাল ব্যবসায়ীর মুত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গা সদরের হাতিকাটা গ্রামের মৃত জুবান মন্ডলের ছেলে বিশিষ্ট ভূসিমাল ব্যবসায়ী আঃ মালেক(৬০) চা পান করার জন্য বাড়ি থেকে বের হয়ে সড়কের অপর পাশে চায়ের দোকানে যাচ্ছিল।এ সময় ভালাইপুর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির একটি ইজিবাইকের চালক একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে ইমদাদুল (৪০) গাড়ি নিয়ে আসার পথে মালেককে ধাক্কা দিলে সে সড়কের উপর ছিটকে পড়ে। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর রাতে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফরিনা আক্তার হিরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল জানান, দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় থানায় কেউ মামলা বা অভিযোগ করেননি। সে কারণে আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ দাফনের জন্য তার পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.