ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর পরকিয়ার জেরে ইজিবাইক চালক স্বামী রবিউল ইসলাম গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরন করে।
বুধবার ২২শে নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সত্যনগর এলাকার ওই যুবকের বসত ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিউল ওই এলাকার রিক্সাচালক হারুন হাওলাদারের ছেলে। নিহতের স্বজনদের অভিযোগ, চার মাস আগে উপজেলার পুটিয়াখালি গ্রামের কালামের মেয়ে বিথীর সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর উপজেলার ভাতকাঠি গ্রামের চান মিয়ার ছেলে সজীব নামে এক যুবকের সাথে বিথীর পরকিয়া সম্পর্কের বিষয়টা জানতে পারেন স্বামী রবিউল। এনিয়ে পারিবারিক কলহ চলছিলো, এ ঘটনায় স্থানীয়ভাবে বৈঠকও হয়েছিলো । বুধবার সকালে পরকিয়া প্রেমিক সজীব বিথীর বাড়িতে এলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হলে স্ত্রী তার পিতার বাড়িতে চলে যায়। এবং ওই ঘরে একাই অবস্থান করছিলেন স্বামী রবিউল। নিহতের পিতা হারুন জানান, রাত সাড়ে ৭ টার দিকে তিনি ঘরের ২টি দরজা খোলা ও অন্ধকার দেখে ভেতরে ডুকে লাইট জ্বালালে ছেলেকে ঘরের আড়ার সাথে গলায় মোটা রশি দেয়া অবস্থায় ঝুলতে দেখে ডাক-চিৎকার দেয়।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.