মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলায় হেযবুত তওহীদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা হেযবুত তওহীদের কার্যালয়ে জেলা শাখার সভাপতি মোঃ জসেব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা ও কর্মী সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদ এর খুলনা ২ বিভাগের সহকারী বিভাগ আমির মোঃ শরিফুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে মোঃ শরিফুল ইসলাম বলেন, চলমান রাজনৈতিক সংঘাতের সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদী পরাশক্তিধর রাষ্ট্রগুলো যারা সাম্রাজ্য বিস্তারের নেশায় মত্ত, তারা বাংলাদেশের মানচিত্র খাবলে খাওয়ার জন্য শকুনের মত থাবা বিস্তারের প্রচেষ্টা চালাচ্ছে।’ এই ভয়াবহ পরিস্থিতি থেকে জাতিকে রক্ষা করার জন্য তিনি দল-মত নির্বিশেষে সবাইকে একটি মহান আদর্শের ভিত্তিতে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদ এর সাধারণ সম্পাদক মোঃ আঃ গাফফার বলেন,বর্তমান সমাজ, অন্যায়-অশান্তি, মিথ্যা, প্রতারণা, মাদক ইত্যাদিতে পরিপূর্ণ। সমাজের এই অধঃপতনের মূল কারণ আল্লাহকে ইলাহ বা হুকুমদাতা হিসেবে না মানা। সমাজের এই দূরাবস্থা থেকে বের হয়ে আসতে হলে মানবজাতিকে আবার আল্লাহকে ইলাহ এর আসনে বসাতে হবে। এককভাবে এই কাজ কখনোই সম্ভব নয়।’ তাই ঐক্যবদ্ধভাবে এই কাজে অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদ এর সদর থানা সভাপতি মোঃ আতিয়ার রহমান,
জাফরপুরের সভাপতি মোঃ হাসান আলী, জীবননগর সভাপতি মোঃ আলিকদর, আলমডাঙ্গা থানা সভাপতি আসাবুযজ্জামান, ও দামুড়হুদা থানার সভাপতি মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
মাহমুদ হাসান রনি
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.