শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
সীমান্তের শূন্য রেখায় নিরীহ মানুষ হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধ ও দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের সৌহার্দ্য ভাতৃিত্ব বোধ বৃদ্ধির লক্ষ্য দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী মহেন্দ্র সিং এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল হিলি জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় হিলি আইসিপি’র প্রধান ফটোকে বিজিবি তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানায়।
পরে হিলি আইসিপি ক্যাম্পে দুই ঘন্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাসেদ আসগর এবং বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন রায়গঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী মহেন্দ্র সিং। বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়া, দিনাজপুর সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন এর অধিনায়কগন, স্টাফ অফিসার, কোম্পানি অধিনায়কসহ অনান্য সদস্য উপস্থিত ছিলেন। অন্য দিকে বিএসএফ এর রায়গঞ্জ সেক্টর চারজন কোম্পানি কমান্ডারসহ অনান্য সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর জানান, বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, তার কাঁটার বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সৌহার্দপূণ্য সম্পর্ক বজায় রাখা,সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্তে অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার একমত পোষন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.