বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ‘গ্রামীন মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে এইচবিবিকরণ দ্বিতীয় পর্যায়ের রাস্তা’ শীর্ষক প্রকল্পে বাবুগঞ্জ উপজেলায় ০৪টি রাস্তার দরপত্রের লটারি সম্পূর্ণ হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৪ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সংশ্লিষ্ট ঠিকাদার ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব দরপত্রের প্রকাশ্য লটারি অনুষ্ঠিত হয়।
এসময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা রহমান এঁর সভাপতিত্বে লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। লটারি কার্যক্রম পরিচালনা করেন, বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নাসির উদ্দীন।
এছাড়াও বাবুগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম রাকিব, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুর রহমান সন্যামত সহ দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চারটি রাস্তার মোট ব্যয় ধরা হয়েছে- ১ কোটি ৬৮ লাখ ৮৯ হাজার ৬০০ শত টাকা।
প্রথম গ্ৰুপে রাস্তা ২টি হলো-জাহাঙ্গীরনগর ইউপির রমজানকাঠি উঁচা পুল হতে চর আলগী খেয়াঘাট পর্যন্ত (৫০০.০০ মিটার) রাস্তা এইচবিবি করণ। (খ) দেহেরগতি ইউপির দক্ষিণ দেহেরগতি সি এন্ড বি রোড হতে আলাউদ্দিন হাওলাদার এর বাড়ির সামনে পর্যন্ত (৫০০.০০ মিটার) রাস্তা এইচবিবি করণ।
দ্বিতীয় গ্ৰুপে রাস্তা ২টি হলো- চাঁদপাশা ইউনিয়নের (ক) নামোরহাট বাজার হতে শায়েস্তাবাদ সীমানা পর্যন্ত (৭০০.00 মিটার) রাস্তা এইচবিবি করণ। (খ) রতন ঘরামীর দোকান হত পূজা মন্দির পর্যন্ত (৩০০.০০ মিটার) (চাঁদপাশা ইউপি) রাস্তা এইচবিবি করণ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.