রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: 'বাঁচলে কৃষক, বাঁচবে দেশ- উন্নয়নের বাংলাদেশ' প্রতিপাদ্যে বরিশালের বানারীপাড়ায় বিনামূল্যে ৫ শতাধিক কৃষকের মাঝে উন্নত জাতের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।
রবিবার ( ১২ নভেম্বর) সকালে বানারীপাড়ায় পাঁচ শতাধিক কৃষকের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। বিনামূল্যে এসব কৃষি সামগ্রী পেয়ে দারুন খুশি কৃষকরা।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ব্যাংকের সিএসআর প্রকল্পের আওতায় এবং পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড সহযোগিতায় আসন্ন বোরো মৌসুমের চাষিদের মাঝে কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা।
উন্নত জাতের হাইব্রিড বীজ, তিন রকমের বালাইনাশক, ইউরিয়া, টিএসপি, পটাশ সারসহ ধান রোপণ থেকে ফলন পর্যন্ত সব রকমের উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণে কৃষকরা বাম্পার ফলন পাবেন বলে মন্তব্য করেছেন কৃষিবিদরা।
বানারীপাড়া ডিগ্রী কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠানে বানারীপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও কলেজের সহকারী অধ্যাপক এমাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের বরিশাল ব্রাঞ্চের ম্যানেজার মো. কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেণ পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড’র ডেপুটি সেলস ম্যানেজার মো. হামিদুল ইসলাম, বানারীপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা একেএম হান্নান,বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন ও পৌর কাউন্সিলর গৌতম সমাদ্দার। পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড’র বরিশাল বিভাগের রিজিয়নাল ম্যানেজার ভবতোষ পাল অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.