শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা (কালী) পূজা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
(১২ নভেম্বর) রবিবার দুপুর ১টায় হিলি চেকপোস্ট শূন্য রেখায় ভারত হিলি ক্যাম্প কমান্ডার জিতু শূন্য বাংলা হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার অহিদুল ইসলামের হাতে ৬ প্যাকেট মিষ্টি তুলে দেন।
এসময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম জানান, সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে উভয় দেশের ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরই ধারাবাহিকতায় আজ শ্যামা (কালি) পূজা উপলক্ষ্যে বিএসএফ ৬ প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.