বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ইটের সলিংয়ের রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বখাটের বিরুদ্ধে।
সোমবার হঠাৎ করে রাতের অন্ধকারে লাফাদি মরহুম আব্দুল খালেক শিকদারের বাড়ি থেকে জালাল শিকদারের ঘর পর্যন্ত ইটের সলিং রাস্তার ইট তুলে নিয়ে যায় স্থানীয় বখাটেরা
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতে হঠাৎ কিছু বখাটে লোকজন রাস্তাটির ইট তুলে নিয়ে যায়।
ওই ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি আনিসুর রহমান জানান, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে গত ২০২৩-২০২৪ অর্থ বছরে এ রাস্তাটিতে এমপির তহবিল থেকে কাবিটা প্রকল্পের ইটের সলিং করা হয়।
স্থানীয় বাসিন্দা জালাল সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তাটি নিয়ে আমাদের দুর্ভোগের শেষ নেই। বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান এ রাস্তাটি করেছেন। রহস্যজনকভাবে হঠাৎ করে রাতের অন্ধকারে রাস্তার ইট তুলে নিয়ে ভেঙ্গে ফেলায় বর্তমানে জনদুর্ভোগ আরো চরমে পৌঁছেছে।
একটি রাস্তায় ইটের সলিং তুলে ফেলার কারণে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ব্যাপারে মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বলেন, উক্ত সড়কে নতুন প্রকল্পের ইটের সলিং রাস্তার ইট নিয়ে যাওয়া এবং ইট ভেঙে ফেলা খুব দুঃখজনক ঘটনা। যারা এ কাজটি করেছ তারা আসলেই খারাপ প্রকৃতির লোক।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.