মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
বিএনপির ডাকা দুদিনের অবরোধের প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শ্রমিকরা।
সোমবার দুপুরে পৌর এলাকার ইসলামপুরে অবস্থিত ২৪৫ শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। এতে শ্রমিক সংগঠনটির সভাপতি শাহিন আকতারের নেতৃত্বে প্রায় শতাধিক শ্রমিক থানা মোড় ও ওসমানপুর উপজেলা পরিষদ পর্যন্ত মহাসড়ক প্রদক্ষিণ করে।
অর্ধ শতাধিক মোটরসাইকেল যোগে এই প্রতিবাদ বিক্ষোভে বিএনপির ডাকা সর্বাত্বক অবরোধের প্রতিবাদে নানা রকম স্লোগান দেন সাধারণ শ্রমিকরা।
২৪৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহিন আকতার বলেন, যেকোন রাজনৈতিক দল হরতাল কিংবা অবরোধের ডাক দিলে প্রথম প্রভাব পড়ে শ্রমিকদের উপর। যানবাহন বন্ধ থাকায় পরিবার নিয়ে অর্ধাহার থাকতে হয় সাধারণ শ্রমিকদেরকে। তাই বিএনপির ডাকা লাগাতার অবরোধ ও হরতালের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সড়কে যানবাহন বন্ধ রাখতে হয়, এমন আন্দোলন থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.