শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ডিগ্রী কলেজ চত্বরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগঠনকে গতিশীল করার লক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর শনিবার ১১ টায় কাটলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাটলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর -৬ আসনের মাটি ও মানুষের নেতা জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
বাংলাদেশ আওয়ামী লীগ কাটলা ইউনিয়ন শাখা বিরামপুর দিনাজপুর আয়োজিত ও উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন এর সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, বিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইছাহাক আলী ওরফে চেঙ্গিস খাঁন, পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমত আলী, খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিত্য রঞ্জন পাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম হোসেন, কাটলা ডিগ্রী কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি মাসুদ রানা, রামচন্দ্রপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, কাটলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জম হোসেন প্রমুখ।
প্রধান অতিথি মোঃ শিবলী সাদিক এমপি কর্মী সমাবেশে তাঁর বক্তব্যে বলেন, আগের ছেয়ে শেখ হাসিনা সরকারের সময় মানুষের কষ্ট কমেছে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেন্টার কমিটিকে পাঁচ ভাগে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করেন। দলের সকল নেতাকর্মীদের ভোটারদের সুসংগঠিত করে ভোট কেন্দ্রে এনে ভোট প্রদানে উৎসাহিত করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.