অনলাইন ডেস্ক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুরে একটি বাসা থেকে তাকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, মজিবুর রহমান সারোয়ারের পরিবার জানিয়েছে যে, তাকে গভীর রাতে তুলে নিয়েছে সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা।
সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান সারোয়ার বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন।
এর আগে গত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এবং গুলশানের আরেকটি বাসা থেকে মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.