বি এম মনির হোসেনঃ-
যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলে শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।পরে জাতীয় চার নেতাসহ সকল শহীদরে স্মরণে নীরবতা পালন শেষে র্যালী উপজেলার প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে শেষ হয়।দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।আলোচনা সভায় বরিশাল জেলা আওয়ামী লীগ লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগনসহ সর্বস্তরের নেতাকর্মী এবং ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। আবু সালেহ লিটন সেরনিয়াবাত তার বক্তব্যে জাতীয় চার নেতার হত্যার বিচার দাবি করে বলেন, সদ্য স্বাধীন দেশে ৩ নভেম্বর জেলের মধ্যে হত্যাকান্ডের এমন ন্যাক্কারজনক ঘটনা বিশ্ব ইতিহাসে আর কোথাও ঘটেনি। জেলখানায় বন্দীদের সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা থাকলেও ১৯৭৫ সালের এই দিনে জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে স্বাধীনতা বিরোধীরা কারাগারে নির্মমভাবে নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.