তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আইনুল হক (৩৫) নামের এক চোরাকারবারি নিহত হয়েছেন। নিহত আইনুল হক বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের আকবর আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার দিবাগত রাতে ভারতের ফকিরগঞ্জ বিএসএফ'র ১৭৬ ব্যাটালিনের আওতাধীন ফাসিদেওয়া সীমান্ত ও বাংলাদেশের বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৪ সাব পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলি শব্দ শুনতে পাওয়া যায়।
বুধবার সকালে ভারতীয় সীমান্তের ওপারে মহানন্দা নদীতে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। এখবর এলাকায় ছড়িয়ে পরলে সীমান্তে ভীর জমায় উৎসুক জনতা।
খবর পেয়ে পঞ্চগড় ১৮ ব্যাটলিয়ন বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়।
এ ব্যাপারে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত- ই খুদা মিলন বলেন, ভারতের অভ্যন্তরে আইনুল হক নামের একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, বাংলাবান্ধা সীমান্তের ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছেন বলে শুনেছি। খোঁজ নিয়ে জেনেছি, বিএসএফ মরদেহ নিয়ে গেছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ রহমান বলেন, পতাকা বৈঠকে বিএসএফ বিষয়টি স্বীকার করেছে। বিএসএফের দাবি, টহলদল সীমান্তের কাঁটাতারের বেড়া কাটার সময় এগিয়ে এলে একটি গরু চোরাকারবারি তাদের ওপর আক্রমণ করে। এসময় তারা আত্মরক্ষার্থে গুলি চালান। আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের কাছে দাবী করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.