মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ আইএফআইসি ব্যাংক পিএলসি দর্শনা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গায় জনগণের মাঝে ব্যাংকিং আর্থিক পণ্য ও সেবা সম্পর্কে সম্যক ধারণা পৌছে দেবার লক্ষে বিভিন্ন পেশার সুধীজনদের কে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টায় আইএফআইসি ব্যাংক পিএলসি'র দর্শনা শাখার উদ্যোগে শাখা ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে চুয়াডাঙ্গায় প্রদীপণ মাধ্যমিক বিদ্যাপীঠ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক সোহরাব হোসেন সূচনা বক্তব্যে বলেন, "খুজে পেয়েছি পথ বুঝে নিয়েছি জীবন" নারীর অগ্রযাত্রায় আইএফআইসি ব্যাংক পিএলসি" এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যত " নিয়ে ও সকল শ্রেণীর মানুষের মাঝে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার লক্ষে সারা দেশ ব্যাপী আমরা এগিয়ে চলেছি।এছাড়া অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন
এস এম সাব্বির আহম্মেদ, রিলেশনশিপ অফিসার,
মো: নাজমুল হোসেন, ক্রেডিট অফিসার ও ইলমা মাহ জাবিন, টিএসও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপণ মাধ্যমিক বিদ্যাপীঠের অধ্যক্ষ শাহাবুদ্দিন রাজন, জেলা পরিষদের সাবেক সদস্য কাজল রেখা,চুয়াডাঙ্গা জজ কোর্টের এ্যাডভোকেট তামান্না শারমিন দ্যুতি, এ্যাডঃ শাহিন আক্তার ও মিসেস এডিসি মমতাজ বেগম। উপস্থিত প্রায় ২'শ অভিভাবকের মাঝে ব্যাংকের পক্ষ্য থেকে উপহার ও নাস্তা দেয়া হয়।পরে ব্যাংকের বিভিন্ন উপকার ভোগীরা তাদের মতামত তুলে ধরেন। আলোচনা সভায় আর্থিক পরিকল্পনা কি ও সঞ্চয় করা কেন প্রয়োজন ও নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রকার ঋণ বিতরণ নিয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.