বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘হামুনের’ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি সভা করেছেন বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নাসির উদ্দিন, এয়ারপোর্ট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জামাল হোসেন, বাবুগঞ্জ থানা সেকেন্ড অফিসার মোঃ আলী আজীম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাব্বির আহমেদ, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম সিকদার, বাবুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মোতালেব সরদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান বলেন, বাবুগঞ্জ উপজেলার সাইক্লোন সেল্টার প্রস্তত করা হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যদেরও প্রস্তত থাকতে বলা হয়েছে। এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। স্ব-স্ব ইউনিয়নের ট্যাগ অফিসারদের স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে সমন্বয়ে করে কাজ করতে বলা হয়েছে।
উল্লেখ্য: মঙ্গলবার সকালে আবহাওয়ার ১০ নং বুলেটিনে প্রবল এই ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে, উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ ভোলা ও তার অদূরবর্তী দ্বীপ-চরগুলো ৭ নম্বর বিপৎসংকেতের আওতায় থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.