আজকের ক্রাইম ডেক্স ॥ ক্রমশ বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল সকাল থেকে দুপুর নাগাদ ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল দিয়ে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি।
আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ঘূর্ণিঝড় হামুনের কারনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে।
সভায় জেলা প্রশাসক জানান, জনগণকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি জেলার ৫৪১ টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ত্রানের জন্য এরই মধ্যে ৩২২ মেট্রিকটন চাল, নগদ ৯ লাখ ৩৬ হাজার ৫শ টাকা ও দূর্যোগ কালীন সময়ে খাবার জন্য ৭৭০ দশমিক ৫ মেট্রিকটন চাল রাখা হয়েছে।
এরই মধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলা করতে স্বেচ্ছাসেবী সংগঠন গুলো প্রস্তুত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.