অনলাইন ডেস্ক
রাজধানীতে আগামী ৩০ অক্টোবর জনসভা করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। মঙ্গলবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় ১৪ দলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে এ কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
তিনি বলেন, দেশি কিংবা বিদেশি শক্তির অপতৎপরতায় কিছুই হবে না। দেশের সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে এবং ১৪ দল জোটগতভাবেই নির্বাচনে অংশ নেবে। আগামী ৩০ অক্টোবর রাজধানীতে সমাবেশ করবে ১৪ দল।
এদিকে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করবে ক্ষমতসীন দল আওয়ামী লীগ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে মহাসমাবেশের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
সূত্র জানায়, ২৮ অক্টোবর সামনে রেখে আওয়ামী লীগ রাজধানীতে বর্ধিত সভা করবে। মহাসমাবেশে ব্যাপক কর্মী-সমর্থকের সমাগম ঘটানোর মাধ্যমে রাজধানীতে সাংগঠনিক শক্তির মহড়া দিতে আওয়ামী লীগ সহযোগী সংগঠন, ঢাকার আশপাশের সব জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সংসদ সদস্যদের সঙ্গে বর্ধিত সভা করবে।
একই সঙ্গে আগামী বুধবারের (২৫ অক্টোবর) ঢাকা উত্তর মহানগরের বাড্ডার শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত করা হয়েছে। ২৮ তারিখের কর্মসূচির সঙ্গে সমন্বয় করতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে কালবেলাকে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
তিনি বলেন, এদিন সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় সমাগমের মাধ্যমে বিএনপি অবরোধ করতে যে পরিকল্পনা করছে, তা বাস্তবায়ন হতে দেবে না আওয়ামী লীগ। ওদের বিশ্বাস নেই, অশান্তি করতে যা খুশি করে ফেলতে পারে। ঢাকাবাসীকে যেন জিম্মি করতে না পারে, সেজন্য প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.