বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল ও চেংঙ্গুটিয়া গ্রামের যুবসমাজের উদ্যোগে ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইসরাইল বাহিনী কর্তৃক গনহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।(২৩ অক্টোবর)সোমবার সকাল ১০ঃ৩০ মিনিটে চেংঙ্গুটিয়া বাজার ঈদগাঁহ্ ময়দান থেকে ও বাশাইল বাজার থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজিহার ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লীরা। মিছিল শেষে বাশাইল ১নং রাজিহার ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এবং চেংঙ্গুটিয়া বাঁজার ঈদগাঁহ্ ময়দানে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় আয়োজক কমিটি ছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ বক্তৃতা করেন।এসময়ে বক্তারা, ইসরাইল-ফিলিস্তিনের চলমান যুদ্ধের প্রেক্ষিতে ফিলিস্তিনিদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ও নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন এবং ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের সকল দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়াও বক্তারা, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ইসরাইলি সন্ত্রাসীদের সকল পণ্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বয়কট করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.