আজকের ক্রাইম ডেক্স : বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা মো. শাহ আলম শেখকে (৫৫) আধা কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাউনিয়া থানা পুলিশ।
গ্রেফতার শাহ আলম শেখ চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও কোতয়ালি থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাঈম আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নগরীর ৫ নম্বর ওয়ার্ড বৌবাজার এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে।
পরে সেখানে কাউনিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে শাহ আলম মেম্বারকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.