ঝালকাঠি প্রতিনিধি :অবৈধ দখলদার ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ঝালকাঠি বাসটার্মিনাল দোকান মালিক সমিতির উদ্যোগে শুক্রবার জুম্মার নামাজ বাদ ঝালকাঠি বাসটার্মিনাল জামে মসজিদ প্রাঙ্গণে থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সভাপতি আ:জলিল খান সাধারণ সম্পাদক রেজাউল রহমান সহ দোকান মালিক সমিতির সদস্যরা ও বিভিন্ন মসজিদের মুসুল্লীরা।
বক্তব্য রাখেন খানকায়ে জামে মসজিদের ইমাম হাফিজুর রহমান ফরাজী বাসটার্মিনাল মসজিদের ইমাম মাওলানা শামসুল হক সহ স্থানীয় মুসুল্লীরা।
বক্তারা বলেন আপনারা জানেন যে আমাদের চিরশত্রু ইসরায়েল। যুগ যুগ ধরে তারা মুসলমানদের উপর বিভিন্ন অজুহাতে নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন করে আসছে। আমাদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসেও তারা অবৈধভাবে দখলে রেখেছে। ফিলিস্তিন এবং বায়তুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ইসরায়েলের অমানবিক অত্যাচার ও বর্বোচিত হামলায়
প্রত্যেক মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে। মার্কিন প্রশাসন ও কিছু ইউরোপীয় দেশের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল এ গণহত্যা চালিয়ে যাচ্ছে। ১৭ই অক্টোবর মঙ্গলবার রাতে আল আহলি আরব হাসপাতালে ইতিহাসের ন্যক্কারজনক হামলা চালিয়ে চিকিৎসারত মহিলা ও শিশুসহ হাজারো ফিলিস্তানিদের শহীদ করা হয়েছে। আপনারা সবাই ইসরায়েলি পণ্য বর্জন করুন।
এরপর র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.