তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে বীরমুক্তিযোদ্ধা তমিজ উদ্দীন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে আইএফআইসি ব্যাংকের সহ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম এ ব্যাংকের শুভ উদ্বোধন করেন। তেঁতুলিয়া উপ-শাখার ইনচার্জ ইফরোইম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পঞ্চগড় শাখা ব্যবস্থাপক তানভীর হায়দার তনু, তেঁতুলিয়া সদর ইউনিয়নের চেযারম্যান মাসুদ করিম সিদ্দিকী, মার্কেট মালিক বীরমুক্তিযোদ্ধা তমিজ উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী তাজিরুল ইসলাম তাজু, প্রধান শিক্ষক ফজলুল করিম ও সোনালী ব্যাংক তেঁতুলিয়া শাখার ব্যবস্থাপক মাসুম। সোনালী ব্যাংক তেঁতুলিয়া শাখার ব্যবস্থাপক মাসুম ও আহনাফ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক, সাংবাদিক এম এ বাসেত সহ স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। #
তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজেলায় ৯টি মন্ডবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ডপে মন্ডপে মৃৎশিল্পীরা খড়, কাঠ, বাঁশ ও সুতা দিয়ে প্রতিমার কাঠোমো তৈরিসহ নিপুন হাতে ফুটিয়ে তুলছেন। আজ ২০ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হবে এই পূজা এবং দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে। এখন চলছে মন্ডপ গুলোর সাজসজ্জা আর আলোকবাতির কাজ। দেবীকে স্বাগত জানাতে উপজেলার সর্বত্রই সনাতন ধর্মাবলম্বীদের পরিবারে, আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে পূজা উদযাপন কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন শিবমন্দিরের দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিধান সামন্ত জানান, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে সিপাইপাড়া, ভোলাজোত, তেঁতুলিয়া সদর, বড় দলুয়াগছ, চৌধুরীগছ, জামরীগুড়ি, ভজনপুর, ভদ্রেশ্বর ও উষাপাড়াসহ ৯ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এবছর কোন রকম ভয়ভীতি ছাড়াই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পূজা অনুষ্ঠিত হবে।#
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.