বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি নেতার দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুতায়িত হয়ে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। অসহায় ওই শিশু শ্রমিকের পরিবারকে আইনের আশ্রয় না নিতে ম্যানেজের চেস্টা অব্যাহত রয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের ফজলে খান এর ছেলেও বাগধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন খান এর পয়সা বন্দরে মাছের ভিটিতে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিলো। মঙ্গলবার দুপুরে ওই দোকানের কর্মচারী পূর্ব বাগধা গ্রামের ফারুক ধামার ছেলে শিশু পুত্র নুরুল হক ধামা (১৪) কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে বিএনপি নেতা তার স্ত্রীকে দিয়ে মৃত নুরুল হক ধামাকে নিয়ে কৌশলে পাশ্ববর্তি কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ শিশু নুরুল হকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার রাতে থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ, একজন চেয়ারম্যান ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে অসহায় নুরুল হকের লাশ পোষ্ট মর্টেম ছাড়া দাফনের চেস্টা চালালেও বুধবার সকালে ওই শিশুর লাশ ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.