বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে কৃষকদের রোপা আমন রক্ষার দাবীতে উপজেলা প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান করেছেন জাতীয় কৃষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার বরাবর এ স্মারক লিপি প্রদান করা হয়েছে।
স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন
জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক ফিরোজ, জাতীয় কৃষক সমিতি বাবুগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা কমিটির সদস্য মোঃ আনিচুর রহমান সবুজ, কৃষক নেতা মোঃ শহিদুল ইসলাম, মোঃ মোক্তার হোসেন খান প্রমূখ।
স্মারক লিপিতে উল্লেখ করেন দেশের দক্ষিণ জনপদের বাবুগঞ্জ উপজেলার সর্বত্র রোপা আপন ধানে মহামারী আকারে ধানের পাতা মোড়ানো পোকার আক্রমনে ইতোমধ্যে প্রায় অধিকাংশ জমির রোপা আপন ধান খেয়ে ফেলছে, ছাইয়ের মতো হয়ে আছে সারা মাঠ। এমনিতেই উৎপাদনকারী কৃষক উৎপাদিত পন্য ধানের কখনই লাভজনক মূল্য পায় না। একদিকে সার, ডিজেল, সেচ, বিদ্যুৎ সহ কৃষি উপকরনের দাম বাড়ছে। অপর দিকে কৃষক উৎপাদিত ফসলের দাম না পেরে স্বর্বসান্ত হচ্ছেন। মানুষের খাদ্য নিরাপত্তা দিচ্ছে যে কৃষি খাত ও কৃষক তাদের বাঁচালে দেশ বাঁচবে। তাই রোপা আমনের এ মহামারী থেকে রক্ষা করতে সরকারী ভাবে কিটনাশক ছিটিয়ে এবং সরবরাহ করে কৃষকদের রোপা আমন ধান রক্ষা করতে পাশে দাড়ানোর জোর দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.