বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় গাছ চাপা পড়ে মঙ্গলবার দুপুরে হায়দার ফকির নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হায়দার উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের মৃত অহিলউদ্দিন ফকিরের ছেলে। জানা গেছে, দুপুরে বাকাল গ্রামের কালাম ফকিরের বাগানে বিভিন্ন প্রজাতির গাছ কেনেন ব্যবসায়ী মনির মোল্লা। মনির নিজে এবং একজন শ্রমিক নিয়ে গাছ কাটছিলেন। এই সময় একই এলাকার হায়দার ফকির (৬০) ওই গাছের লাকড়ি কেনার জন্য গাছের কাছে গেলে গাছের একটি ডাল হায়দার ফকিরের মাথায় উপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ গোলাম মোর্শেদ সজিব তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে এসআই সফি উদ্দিন হাসপাতাল থেকে নিহত হায়দারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে নুরুন্নাহার বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লাশ বরিশাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.