ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় ভারতীয় গরুসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের সোমবার(১৬ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে শফিউল আলম (৪০), শোভানগঞ্জ বালাপাড়া গ্রামের দীন মামুদের ছেলে সাইদুল ইসলাম (৪৫)।
জানা যায়,দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত দিয়ে চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে গরু নিয়ে আসছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(১৫ অক্টোবর)সন্ধ্যায় ডিমলা থানার এএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের এজরাস পাড়া গ্রামের আফসার হাজীর বাড়ির পিছনের বাঁশ ঝাড় থেকে চোরাই পথে নিয়ে আসা দুটি ভারতীয় গরু আটক করেন।
পরে সংবাদ পেয়ে ডিমলা থানা পুলিশের আরও একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে চোরাকারবারির সাথে জড়িত থাকায় উল্লেখিত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)লাইছুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।যার মামলা নম্বর- ০৮, তারিখ- ১৬ অক্টোবর ২০২৩।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.